RAMGONJ HIGH SCHOOL

RAMGONJ, LAKSHMIPUR

Notice Demo Certificate giving ceremony Academic Convocation শেখ রাসেল পদক ২০২২ এর জন্য আবেদন আহবান স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে প্রতিষ্ঠানে উপস্থিত থাকা প্রসঙ্গে
Previous slide
Next slide


মোহাম্মদ সোহরাব হোসেন

প্রধান শিক্ষক

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সফলতা নির্ভর করে সুপরিকল্পিত পাঠ্যক্রম, উপযুক্ত পরিবেশ, সুনবিড় তত্ত্বাবধান, আদর্শ, মেধাবী শিক্ষক, শিক্ষাদান পদ্ধতি, যথাযথ মূল্যায়ন ও সুদক্ষ পরিচালনার উপর। শিক্ষার সকল পর্যায়ে মানসম্মত শিক্ষা প্রদান বর্তমান সময়ের অনিবার্য দাবি যা পরিপূরণে রামগঞ্জ উচ্চ বিদ্যালয় বদ্ধ পরিকর।তারপরও ভালোর কোন শেষ নেই আমরা আপনাদের সহযোগিতা পেলে এ  ধারা  বৃদ্ধি ও অব্যাহত রাখব ইনশাআল্লাহ।  জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আজকের শিক্ষার্থীরাই হবে অগ্র-সৈনিক। ২০২১ এবং ২০৪১ এর বাংলাদেশকে নেতৃত্ব দিবে আমাদের আজকের এই সন্তানেরা। আমি, আমার শিক্ষকমন্ডলী ও পরিচালনা পরিষদ তাদের এই প্রয়াসের সাফল্য কামনা করি  । 


বেলাল আহমেদ

সভাপতি

একবিংশ শতাব্দীর পরিবর্তনের মিছিলে জীয়ন-কাঠির স্পর্শে জেগে উঠেছে প্রান, সর্বত্র পড়েছে ছাড়া। টিকে থাকার লড়াইয়ে তরুন প্রজন্ম ছুটেছে দেশ থেকে দেশান্তরে। নিজের মেধা, যোগ্যতা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি ও দক্ষতা সম্পন্ন তরুন প্রজন্মই দেশ ও সমাজের গর্ব, জাতির আশা আকাঙ্খা বাস্তবায়নের অগ্রসৈনিক। এ তরুন প্রজন্মই দেশের চালিকা শক্তি। তরুনদের চালিকা শক্তি রুপে গড়ে তোলা ও সত্যিকার দেশপ্রেমিক নাগরিক গঠনের লক্ষে প্রতিষ্ঠিত রামগঞ্জ উচ্চ বিদ্যালয় দক্ষ, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও যুগোপোযোগী মানসম্মত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিটি ছাত্র-ছাত্রীকে সঠিক লক্ষে পৌছে দেওয়াই আমাদের দায়িত্ব । রামগঞ্জ উচ্চ বিদ্যালয় অত্র এলাকার একটি শীর্ষ আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান এবং ভবিষৎ এ দেশের সু-নাগরিক গড়ার এই বাতিঘরের উত্তরোত্তন সাফল্য কামনা করছি ।



জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী

প্রতিষ্ঠাতা

মাধ্যমিক শিক্ষার গুণগত মান উৎকর্ষ সাধানে ও বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে শিক্ষাকে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজভাবে পৌঁছানোর স্বপ্ন নিয়েই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করি। গরীব মেধাবী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূল ধারায় নিয়ে আসা ও মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম তৈরী করাই বিদ্যালয়ের লক্ষ্য। বিজ্ঞান ভিত্তিক ও ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়ে বিদ্যালয়টি তার সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করে আসছে। ভবিষ্যতে এই ধারা আরও বেগবান হবে-ইনশাআল্লাহ। এই জন্য সরকারি বেসরকারি সকলের সহযোগিতা কামনা করি।

Education Corner

Important Link

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা

বিদ্যালয় পরিচিতি

রামগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র রামগঞ্জ বাজার থেকে ২০০ গজ দক্ষিনে অবস্থিত রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের যাত্রা শুরু হয় ১৯৮৯ সালে। জনাব মরহুম অধ্যক্ষ সাফায়াত আহামাদ সিদ্দিকি, মরহুম অধ্যক্ষ মাহবুব রাব্বানী, সর্বজনাব মরহুম বেলায়েত হোসেন (রেজি: অফিস), তৎকালীন উপজেলা চেয়ারম্যান জনাব সফিকুল ইসলাম, আবুল খায়ের পাটোয়ারী, জনাব গোফরান মিয়া (প্রধান শিক্ষক লামচর উচ্চ বিদ্যালয়), জনাব আবদুল কাদের সহ আরো অনেকের উৎসাহ, উপদেশ এবং মরহুম আবদুর রাজ্জাক পাটওয়ারীর ভূমি দান এর কারনে ও শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মরহুম সোলায়মান পাটওয়ারীর তত্ত্বাবধানে বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীর উদ্যোগে এ বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে ১৯৯৪ সালে বিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা কর্তৃক পাঠদানের অনুমতি প্রাপ্ত হয় এবং ০১/০৬/১৯৯৪ তারিখে সর্বপ্রথম স্বীকৃতি প্রাপ্ত হয়। সেই থেকে নানা চড়াই উৎরাই পেরিয়ে প্রতিষ্ঠানটি স্বমহিমায় বর্তমানে শিক্ষা ক্ষেত্রে সমুজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়ের এ উত্তোরোত্তর সাফল্য অর্জনে সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ বেলায়েত হোসেন এর অবদানও অনস্বীকার্য। কঠোর নিয়ম-শৃঙ্খলা, দক্ষ ব্যবস্থাপনা এবং সুযোগ্য শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত বিদ্যালয়টি উত্তরোত্তর কাঙ্খিত সাফল্য অর্জন করে আসছে।

বিদ্যালয়ের বর্তমান পরিচালনা পর্ষদের গতিশীল নেতৃত্ব ও সুযোগ্য ব্যবস্থাপনার ফলে নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে এবং কিছু বাস্তবায়নের পথে আছে। ২০১৮ অর্থ বছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগ অত্র বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। বিদ্যালয়ের অব্যাহত সাফল্যের ফলশ্রুতিতে বর্তমানে পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে অত্র প্রতিষ্ঠানে বহু সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং ৩টি ভবনে শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে পাঠদান কার্যক্রম অব্যহত আছে। এর মধ্যে রয়েছে একটি ভবনে ছাত্রীদের আলাদা পাঠদানের ব্যবস্থা। শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে আবদ্ধ থাকলে একজন শিক্ষার্থীর পরিপূর্ণ সৃজনশীল বিকাশ ঘটে না। তাই শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশের জন্য সহপাঠ্যক্রমিক কার্যক্রম হিসেবে অব্যাহত আছে নানাবিধ সাংস্কৃতিক কর্মকান্ড । বিতর্ক, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, চিত্রাংকন, নাচ, গান, অভিনয়, খেলাধূলা ইত্যাদি বিষয়ে নিয়মিত আভ্যন্তরীন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা ও জেলা পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষন, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা, গণিত অলিম্পিয়াডে অধিকাংশই চ্যাম্পিয়ান সহ অন্যান্য শিক্ষা সহায়ক কার্যক্রমে অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া উক্ত পর্যায় সমূহে বিভাগীয়, জাতীয় পর্যায়ে ও প্রায়ই অত্র জেলার প্রতিনিধত্ব করার গৌরব অর্জন করে আসছে।

আমাদের সম্পর্কে মতামত

Abdur Rahman
Abdur RahmanAbdur Rahaman Khan
Read More
This School is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
Abdur Rahman
Abdur RahmanAbdur Rahaman Khan
Read More
This School is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
Abdur Rahman
Abdur RahmanAbdur Rahaman Khan
Read More
This School is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
Previous
Next
Follow us on Facebook

School Event

Days
Hours
Minutes
Seconds