RAMGONJ HIGH SCHOOL

RAMGONJ, LAKSHMIPUR

Notice Demo Certificate giving ceremony Academic Convocation শেখ রাসেল পদক ২০২২ এর জন্য আবেদন আহবান স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে প্রতিষ্ঠানে উপস্থিত থাকা প্রসঙ্গে

Welcome To Our School

মোহাম্মদ সোহরাব হোসেন

প্রধান শিক্ষক

 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সফলতা নির্ভর করে সুপরিকল্পিত পাঠ্যক্রম, উপযুক্ত পরিবেশ, সুনবিড় তত্ত্বাবধান, আদর্শ, মেধাবী শিক্ষক, শিক্ষাদান পদ্ধতি, যথাযথ মূল্যায়ন ও সুদক্ষ পরিচালনার উপর। শিক্ষার সকল পর্যায়ে মানসম্মত শিক্ষা প্রদান বর্তমান সময়ের অনিবার্য দাবি যা পরিপূরণে রামগঞ্জ উচ্চ বিদ্যালয় বদ্ধ পরিকর। তারপরও ভালোর কোন শেষ নেই আমরা আপনাদের সহযোগিতা পেলে এ  ধারা  বৃদ্ধি ও অব্যাহত রাখব- ইনশাআল্লাহ।

এই লক্ষকে বাস্তবায়নের জন্য রামগঞ্জ উচ্চ বিদ্যালয় এ সকল শিক্ষার্থী ও অভিভাবকদের আমন্ত্রণ জানাচ্ছি।

বেলাল আহমেদ

সভাপতি

বাংলাদেশের যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষা বিস্তারে কাজ করছে তারমধ্যে অন্যতম রামগঞ্জ  উচ্চ বিদ্যালয়। বাংলাদেশ সরকার যেমন এ বিষয়টি স্বীকৃতি প্রদান করেছে, তেমনি এ প্রতিষ্ঠানটি সাফল্যের কৃতিত্বস্বরূপ অর্জন করেছে  অনেক সম্মাননা। এখান থেকে যে সকল শিক্ষার্থীরা ইতোমধ্যে লেখাপড়া করে বেরিয়ে গিয়েছে, তাদের অনেকে আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবি হিসাববিদ, আইনজীবি, সেনা, নৌ, বিমান বাহীনির উচ্চপদস্থ কর্মকর্তা, সমাজ সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।


এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছে। আবার অনেকে ইতোমধ্যে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের সম্মান বৃদ্ধি করছে এবং একই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। এ অল্প সময়ে শিক্ষার্থীদের এমন সাফল্যের অন্যতম কারণ এ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের একদিকে যেমন খুব যত্ন সহকারে শিক্ষা দিয়ে থাকে তেমনি একজন যোগ্য মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পারিপার্শ্বিক যে গুণাবলি অর্জন করা দরকার তার সকল আয়োজন রয়েছে এ প্রতিষ্ঠানকে ঘিরে।

Dr. Mizanur Rahman